পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

Location :

Patuakhali
পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ
পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ |নয়া দিগন্ত

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলতাফ হোসেন চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী বায়জিদ আহমেদ পান্না মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন, যুবদল নেতা অ্যাডভোকেট আরিফ সুজন প্রমুখ।