দিনাজপুর অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। বেলা গড়িয়ে গেলেও দিনাজপুরসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়ে মেলেনি রোদের দেখা। এতে খেটে খাওয়া মানুষরা পড়েছেন দুর্ভোগে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা আড়াইটার পর রোদের হালকা ঝলক দেখা দিলেও অন্যদিনের চেয়ে বেড়েছে শীতের তীব্রতা।
আগামীকাল সোমবার থেকে শৈত্য প্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস আরো জানায়, দিনাজপুরে আজ সোমবার সকাল ৬টায় ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বর্তমানে বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয়বাষ্প বা কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এ সময়ে সূর্যের আলোর প্রখরতা বা দাপট অনেকটাই কম থাকবে। আগামী দু’তিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস-বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে ২৩ তারিখের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।
দিনাজপুর জেলায় শীতার্ত মানুষের জন্য প্রধান উপদেষ্টার দফতর থেকে আড়াই হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন সংস্থা থেকে ৭৮ লাখ টাকার বরাদ্দ এসেছে বলে জানিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন।
বরাদ্দ এসব কম্বল ও টাকা মানুষের কাছে পৌঁছেনি বলে জানা গেছে।



