সিলেটে বালুপাথর চুরির ঘটনায় ৮ জনের কারাদণ্ড

‘বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদের আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বালুপাথর চুরির ঘটনায় ৮ জনের কারাদণ্ড
বালুপাথর চুরির ঘটনায় ৮ জনের কারাদণ্ড |নয়া দিগন্ত

সিলেট কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে আটজনকে আটক করা হয়। পরে তাদের সাতজনকে ৩ মাস ও একজনকে ২ মাসের সাজা দেয়া হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

জানা যায়, ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ সঙ্গীয় ফোর্স।

৩ মাসের সাজাপ্রাপ্তরা হলেন- তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন ও মো. মানিক। এছাড়া শাহ আরেফিন টিলায় অভিযানে জাকির হোসেনকে ২ মাসের জেল দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ‘শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আরো কঠোর পদক্ষেপ নেয়া উচিত। আমরা আজ একজনকে আটক করেছি। পরে তাকে ২ মাসের জেল দেয়া হয়েছে। ইতোমধ্যে আটক ব্যক্তিদের কোর্টের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।’

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, ‘বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদের আটক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’