চুয়াডাঙ্গায় ‘অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে’ প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আবরার ফাহাদকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আবরারের আদর্শ, সাহসিকতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক শারমিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গার বিশিষ্ট সংগীত শিল্পী হারুনুর রশীদ (শান্ত)।
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ, এস এম আব্দুর রউফ শিবলু, আশফাকুর রহমান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন, ‘আবরার ফাহাদ এখনো বেঁচে আছে আমাদের চেতনায়। তিনি ছিলেন একজন সাহসী তরুণ, যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার ছিলেন। দেশের প্রতি ভালোবাসা থেকেই তিনি একটি ছোট স্ট্যাটাস দিয়েছিলেন, যার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আবরারের আত্মত্যাগ আমাদের উজ্জীবিত করে, দেশপ্রেম কখনো নিস্তব্ধ থাকে না। আবরার ফাহাদ বাংলাদেশের সার্বভৌমত্বের নতুন প্রতীক।’
তিনি আরো বলেন, ‘তরুণ প্রজন্ম আবরারের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে এগিয়ে আসবে এটাই প্রত্যাশা।’
এ সময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা জাসাস সভাপতি ও সংগীত শিল্পী শহিদুল হক বিশ্বাস, জুলাই যোদ্ধা সুলাইমান হোসেন সোহাগ, হাসনা জাহান খুশবু ও সিরাজুম মনিরা।