ময়মনসিংহের গৌরীপুরে নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪টি দেশীয় রামদাসহ চার সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌর এলাকার ঘোষপাড়া সড়কে পরিত্যক্ত প্রত্যাশা যুব সংঘে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন উপজেলার পূর্ব কাওরাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো: শামীম (২৯), মৃত শাহাজান মিয়ার ছেলে মো: মামুন (২৫), পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর ছেলে মো: আফাজ এবং পৌর এলাকার রফিক মিয়ার ছেলে মো: হাবিব (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ময়মনসিংহ-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের প্রথম নির্বাচনী প্রচারণায় সমাবেশ হবে। এ সমাবেশকে ঘিরে যেন কোনো নাশকতা না ফটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শনিবার সকালে একটি আবেদন করেন ইকবাল হোসেন অনুসারী নেতা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাবিবুল ইসলাম খান শহীদ। এতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন মনোনয়ন বঞ্চিত হওয়ায় গত কয়েকদিন ধরে গৌরীপুরের রাজপথে উত্তাপ বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, আটককৃতদের ৩৪টি ধারালো রামদাসহ সকাল ১১টার দিকে সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



