সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর নদীতে মিলল শিশুর লাশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর ৬ বছর বয়সী মোরাদের লাশ বাড়ির পাশের নদীতে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি সোমবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়া থানা
সাটুরিয়া থানা |ফাইল ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর মো: মোরাদ (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামের গাজীখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিশু মোরাদ বৈলতলা গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল লতিফ জানান, সোমবার বিকেলে মোরাদ বাড়ির পাশে নদীর ধারে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত আশপাশের এলাকা এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে বাড়ির পাশে ওই নদীতে শিশুটির ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জিত সাহা জানান, নদীতে ওই শিশুর লাশের সন্ধানের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Topics