বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোয়াইনঘাটে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদর উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের খতমে কুরআন ও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে জেলা ওলামাদলের সদস্য সচিব কামাল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সুলেমান আহমেদ সিদ্দিকী, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর আলী, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী হারুনুর রশিদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম মেম্বার ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমির হোসেইন আমির, নন্দির গাও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি শামসুউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছোঁয়াব আলী সাবেক মেম্বার, গোয়াইনঘাট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাহমুদুল হাসান শেরগুল, সদস্য সচিব মাওলানা খসরু, সিলেট জেলা যুবদলের সদস্য খলিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য কামাল আহমেদ, গোয়াইনঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন সিরাজী, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, আসাদুর রহমান, সালমান আহমেদ, সাইফুল ইসলাম সহ আরো জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।



