সাতকানিয়ায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করেন। পরে ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শীতার্ত মানুষের আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করেন। পরে ঢেমশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শীতার্ত মানুষের আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সার্জেন্ট মাহফুজ আলম ও ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ।

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সাব্বির আহাম্মেদ সানি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সঙ্কটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।