চট্টগ্রামের লোহাগাড়ায় গুলি ও কুপিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও তার দুই ছেলেকে গুরতর আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা চাকফিরানব কালী নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য রফিক আহমদ (৫০), তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) ও মো: ফয়সাল (২৬)।
স্থানীয়রা জানায়, রফিক আহমদ ও তার ছেলে মিশাল মোটরসাইকেলে ঘটনাস্থলে এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ইউপি সদস্যকে ধারাল অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকারে বাড়ি থেকে বের হলে আরেক ছেলে ফয়সালও গুলিবিদ্ধ হন। অন্যরা এগিয়ে এসে আহতদেরকে বাড়ির ভেতর নিয়ে যা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।