সুন্দরগঞ্জে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Location :

Sundarganj
সুন্দরগঞ্জে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
সুন্দরগঞ্জে অটোরিকশাচালকের লাশ উদ্ধার |সংগৃহীত

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকলিয়ার বিলের নেংটিহারা সেতুসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম বাবুর দিঘীরপাড় গ্রামের শহিদুল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আরিফুল শনিবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মোবাইলফোনে কল দিয়ে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার চাকলিয়ার বিলের মধ্যে একটি যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করে।

এদিকে ঘটনাস্থলের তিন কিলোমিটার দূরে সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার নামক জায়গা থেকে নিহত ওই যুবকের ব্যাটারিবিহীন অটোরিকশা উদ্ধার করে পুলিশ।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম বলেন, ‘ওই যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেই।’

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’