পিরোজপুরের কাউখালীতে গনভোট ২০২৬-এর প্রচার-প্রচারণা উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইসতিয়াক আহমেদ, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, সহকারী আইটি অফিসার মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো: আরিফ বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।
আলোচনা সভায় গণভোট উদ্বুদ্ধকরণের জন্য প্রতিদিন হাট-বাজারে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মসজিদে জুমার দিন প্রচার-প্রচারণা চালানোসহ ব্যানার ফেস্টুন, মাইকিং করে প্রচার চালানোসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।



