রাজশাহীতে কর্মসংস্থান তৈরিতে নারীদের মাঝে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

বাংলাদেশ জামায়তে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে সোমবার বিকেলে কর্মসংস্থান তৈরিতে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়ছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে কর্মসংস্থান তৈরিতে নারীদের মধ্যে জামায়াতের সেলাই মেশিন বিতরণ
রাজশাহীতে কর্মসংস্থান তৈরিতে নারীদের মধ্যে জামায়াতের সেলাই মেশিন বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়তে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে কর্মসংস্থান তৈরিতে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়ছে।

সোমবার বিকেলে রাজশাহী মহানগর জামায়াতের কার্যালয়ে ১৩ জন নারীর মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। সুন্দর, ন্যায় ও সমতার একটি সমাজ গড়ার স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে এই রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য আমরা সুযোগ পেলে দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ সদর আসনের এমপি প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান প্রমুখ।