দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সাইদুল মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কংশনগরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্সের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইদুল মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কংশনগরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এ সময় তার মাথার মগজ বেরিয়ে আসে। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মাথায় হেলমেট ছিল না। পরে তার সাথে থাকা জাতীয় পরিচয় পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ পাইনি। পরে নিহতের বাড়িতে গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট করা হয়। অভিভাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।