লালমোহনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পূর্ব চরউমেদ গ্রামের মঞ্জু মিয়াগো পুকুরের মাছ ক্রয় করে এবং মটারের মাধ্যমে পুকুরের পানি সেচ করার এক পর্যায়ে মটারের সাথে সংযুক্ত বিদ্যুতের তার লিক থাকায় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরেই মারা যায়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
লালমোহনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লালমোহনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো: রাসেল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মো: রাসেল পাশের রায়চাঁদ এলাকার খোরশেদ সিকদার বাড়ির মাছ ব্যবসায়ী মো: নুরনবীর ছেলে।

জানা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের দরদ হাওলাদার বাড়ির সাথে মঞ্জু মিয়াগো একটি পুকুরে মাছ ধরতে গিয়ে মো: রাসেল নামের এক সন্তানের বাবার মৃত্যু হয়।

শনিবার বিকেলে রাসেল পূর্ব চরউমেদ গ্রামের মঞ্জু মিয়াগো পুকুরের মাছ ক্রয় করে এবং মটারের মাধ্যমে পুকুরের পানি সেচ করার এক পর্যায়ে মটারের সাথে সংযুক্ত বিদ্যুতের তার লিক থাকায় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরেই মারা যায়। পরে স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে তারা এসে তার লাশ নিয়ে যায়।

এবিষয়ে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো: মাসুদ হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’