লালমনিরহাট-১৫ বিজিবির চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২৮ লাখ টাকার ভারতীয় মূল্যবান কাপড় (স্বর্ণ কাতান শাড়ি) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান লালমনিরহাট-১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
এর আগে বুধবার ভোররাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাকারবারিরা ভারতীয় শাড়ির একটি বড় চালান সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে বলে জানা যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে বিশেষ টহল জোরদার করা হয়। একপর্যায়ে সীমান্ত অতিক্রমকারী সন্দেহজনক কয়েকজনকে চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়, যার সিজার মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন,
‘আন্তঃসীমান্ত চোরাচালান দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরো বাড়ানো হয়েছে।’
তিনি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং গোপন তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন।
স্থানীয়রা মনে করছেন বিজিবির এ সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে প্রতিষ্ঠানের আন্তরিকতা ও দক্ষতার আরেকটি প্রমাণ হিসেবে উল্লেখযোগ্য।



