সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজের কাজকর্ম চলমান থাকার নির্দেশনা দিয়েছে সরকার।
শুক্রবার (১১ জুলাই) সকাল থেকেই কাস্টম হাউজ ও বন্দর খোলা রাখা হয়েছে বলে কাস্টম হাউজ ও বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার খোলা রাখা হয়েছে এবং শনিবার খোলা থাকার কথা নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কাজকর্ম অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে বলে এই কর্মকর্তা শুক্রবার সকালে নিশ্চিত করেছেন।
মিলেনিয়াম এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন,জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে সাপ্তাহিক ছুটি বাতিল করে বন্দর এবং কাস্টমে কাজকর্ম চলছে ঢিমেতালে। বিশেষ করে ব্যবসায়ীরা আগে জানতে না পারায় তাদের উপস্থিতি একেবারেই কম। শনিবার অবশ্য বাড়তে পারে।
এইচ এম শরিফুল হাসান জানান, ‘১০ জুলাই প্রথম সচিব (কাস্টমস নীতি) মু. রইচ উদ্দিন খান স্বাক্ষরিত একপত্রে জানানো হয়েছে যে, অ্যাসাইকুডা ওয়াল্ড সিস্টেমের (ASYCUDA World System) ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রফতানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এ অবস্থায় দেশের আমদানি-রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে আগামী ১১-১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শুক্রবার ও শনিবার বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কাজকর্ম চলমান থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কাস্টম হাউজ ও বেনাপোল বন্দরের কার্যক্রম সকাল থেকেই খোলা রেখেছে। সাপ্তাহিক ছুটির কারণে অনেকেই খোলা থাকার বিষয়টি না জানায় ব্যবসায়ীদের উপস্থিত একেবারেই কম। তবে শনিবার এটা বাড়বে বলে মনে করছি। খোলা রাখার বিষয়টি আগেভাগে জানাজানি হলে সবাই স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকতো।’
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী বেনাপোল কাস্টমস হাউস শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনেও খোলা থাকার কথা নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘আমরা স্বাভাবিক সময়ের মতো বন্দরের কার্যক্রম চালু রেখেছি। কোনো ব্যবসায়ী পণ্য চালান খালাশ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন।’