পুঠিয়ায় ডিবি পরিচয়ে ডাকাত আটক

ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন কেনো এ প্রশ্নে নীরব থাকেন তিনি।

Location :

Rajshahi

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টা করার সময় নুরুল ইসলাম (৪০) নামের একজনকে আটক করেছে জনতা।

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার উপজেলা সদরের মালেক মাস্টারের স'মিলের সামনে নাজমুল বিডিআরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নুরুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নুরুল ইসলাম পুঠিয়া সদরের মালেক মাস্টারের স'মিলের সামনে নাজমুল বিডিআরের বাড়িতে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙে ফেলে। বাড়ির নারীরা বিষয়টি জানতে পেরে গেটে তালা মেরে দেন। এরপর নুরুল ইসলাম বাড়ির ছাদের টিন কেটে ছাদের উপরে বসে থাকে। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে। পরে পুঠিয়া থানা পুলিশ এসে তাকে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

নাজমুল বিডিআর জানান, পুলিশ পরিচয় দিয়ে তিনি বিল্ডিংয়ে প্রবেশ করেন। এতে বিল্ডিংয়ের সকল ভাড়াটিয়া ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে এলাকার জনগণ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম একটি মিশনে এসেছেন বলে জানান। ডিবি পুলিশ পরিচয় দিয়েছেন কেনো এ প্রশ্নে নীরব থাকেন তিনি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।