পুঠিয়ায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

বুধবার দুপুর ১টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Location :

Rajshahi
সংগৃহীত

আরিফা সাদাত, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রিমা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চার দিন আগে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত রিমা খাতুন উপজেলার জিউপাড়া ইউনিয়নের পূর্ব ধোপাপাড়ার এনামুল হকের মেয়ে।

বাবা এনামুল হক জানান, ‘আমরা গরীব মানুষ। গত রোববার পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর তার মেয়ে রিমা খাতুনের ডেঙ্গু নিশ্চিত হয়। এরপর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। বুধবার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।’

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএও সূচনা মনোহারা জানান, ‘তাকে আগেই রামেক হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল। ডেঙ্গু থেকে রক্ষা পেতে তিনি বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।’