কুমিল্লায় ইসলামী মহাসম্মেলনে বক্তারা

আদর্শ সমাজ গঠনে কওমি মাদরাসা ব্যাপক ভূমিকা রাখছে

ইসলামী মহাসম্মেলনে কুমিল্লা জেলা কওমি মাদরসা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস সংগঠনের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে
কুমিল্লায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

আদর্শ সমাজ গঠনে দেশের কওমি মাদরাসাগুলো ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে কুমিল্লায় ইসলামী মহাসম্মেলনে বক্তারা বলেন, কওমি মাদরাসা এ দেশে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ, সন্ত্রাস প্রতিরোধ ও নির্মূলে অগ্রগণ্য ভূমিকা নিয়ে কাজ করছে। অথচ কওমি মাদরাসার শিক্ষার্থীরা বরাবরই বৈষম্যের শিকার। দেশ, সমাজ ও মানবতার পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে কওমি শিক্ষার্থীরা বঞ্চিত। বিগত সরকারের আমলে কওমি মাদরাসার তাকমিল তথা দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান স্বীকৃতি দেয়া হলেও এখনো এর যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের কোনো সদিচ্ছা পরিলক্ষিত হচ্ছে না। অবিলম্বে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদের যথাযথ মূল্যায়ন এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার রাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাদের বক্তব্যে এসব কথা বলেন।

কুমিল্লা জেলা কওমি মাদরসা সংগঠনের সভাপতি ও বটগ্রাম মাদাসার মুহতামিম আল্লামা নুরুল হকের সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে আমন্ত্রিত আন্তর্জাতিক বক্তা পাকিস্তানের মুফতি ফয়সাল নাদিম ও ভারতের আল্লামা সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী ছাড়াও সিলেটের আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, সিরাজগঞ্জের মাওলানা আবদুল বাসেত খান সিরাজীসহ ওলামা মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন।

ইসলামী মহাসম্মেলনে কুমিল্লা জেলা কওমি মাদরসা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস সংগঠনের বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, প্রাইমারি বিদ্যালয়ের সিলেবাসে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করে প্রতিটি স্কুলে একজন করে ইসলাম ধর্মীয় শিক্ষক নিয়োগ, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের সর্বোচ্চ আইনি শাস্তি নিশ্চিত, ২০১৩ সালে হেফাজতের মামলাসহ বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ কুমিল্লা শহরের যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ এবং কুমিল্লা নামে বিভাগের দাবি বাস্তবায়নের প্রস্তাবনা তুলে ধরা হয়।