আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে বগুড়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া-৬ আসনের শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাড়ী, সুলতানগঞ্জপাড়া, নামাজগড়, নিশিন্দারা এলাকায় তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সাইফুল ইসলাম নামাজগড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি। তাই আগামী নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আবারো বগুড়ার সকল উন্নয়ন কাজ করার সুযোগ দিতে হবে।’
সাবেক পৌর কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ মো: মেহেদী হাসান হিমুর সমন্বয়ে এবং ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিল, পথসভা, ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এছাড়া তারেক রহমান বগুড়া-৬ আসনে ও বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসনে প্রার্থী হওয়ায় জনসাধারণকে মিষ্টিমুখ করান ভিপি সাইফুল ইসলাম।
প্রচারণায় আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির সহ-সভাপতি মশিউর রহমান শামীম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদ শরীফ মিঠু, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, যুবদলের রাশেদুল ইসলাম রাশেদ, জাহিদুল ইসলাম, উজ্জল হোসেন, ইখতিয়ার উদ্দিন রানা, সোহেল শাহরিয়ার, আতিকুল ইসলাম আতিক, স্বাধীন আহমেদ, তৌহিদুল ইসলাম, শহর ছাত্রদল নেতা রাজন, রাহাদ, আরিফ, ওয়ার্ড ছাত্রদলের লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল, মেজবাউল প্রমুখ।



