ডা: সাখাওয়াত হাসান জীবন

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ থাকবো

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ‘আমরা শপথ নেই, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

Location :

Baniachang
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন |নয়া দিগন্ত

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

‘ঈদ আমাদের একে অপরের সাথে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার শিক্ষা দেয়’ উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ‘আমরা শপথ নেই, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে বানিয়াচং উপজেলা সদরের কামাল খানীস্থ নিজ বাড়িতে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা আজও নানা নিপীড়ন ও বাধার মুখে থেকেও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে যাচ্ছে। এই আত্মত্যাগই একদিন আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে।’

ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট চিকিৎসক ডা: সাখাওয়াত হাসান জীবন দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।

অনুষ্ঠানে বানিয়াচংসহ হবিগঞ্জের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে ডা: জীবন সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে সেমাই বিতরণ করা হয় এবং সবাই মিলিতভাবে ঈদের আনন্দ ভাগ করে নেন।