একে অপরকে জড়িয়ে ধরলেন দিনাজপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী

এ সময় উভয় দলের নেতাকর্মী ছাড়াও ডা: আহাদের সাথে ছিলেন জামায়াতের মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী পার্বতীপুর উপজেলা জামায়াতের আমির মো: আনোয়ার হোসেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
হৃদ্যতাপূর্ণ আলোচনায় দিনাজপুর-৫ আসনের দুই প্রতিদ্বন্দ্বীসহ মনোনয়নপত্র প্রত্যাহার করা জামায়াতের প্রার্থী
হৃদ্যতাপূর্ণ আলোচনায় দিনাজপুর-৫ আসনের দুই প্রতিদ্বন্দ্বীসহ মনোনয়নপত্র প্রত্যাহার করা জামায়াতের প্রার্থী |নয়া দিগন্ত

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান ও ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী ডা: মো: আব্দুল আহাদ একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে পার্বতীপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তারা কুশল বিনিময় করেন। এ সময় উভয় দলের নেতাকর্মী ছাড়াও ডা: আহাদের সাথে ছিলেন জামায়াতের মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী পার্বতীপুর উপজেলা জামায়াতের আমির মো: আনোয়ার হোসেন।

ব্যারিস্টার কামরুজ্জামান এনসিপি প্রার্থী ডা: আহাদের ঘাড়ে হাত রেখে বলেন, ‘কাজ চালিয়ে যাও। তোমার প্রতি আমার স্নেহ-ভালোবাসা সব সময় থাকবে।’

এ সময় ডা: আহাদ ব্যারিস্টার কামারুজ্জামানকে বড় ভাই আখ্যায়িত করে বলেন, ‘আমরা একে অপরের বন্ধু হয়ে থাকবো। হার-জিতের ফয়সালা আল্লাহ করবেন।’

বাজারের আশপাশের লোকজন এ সময় উভয় দলের প্রতীক ‘ধানের শীষ ও শাপলা কলি ভাই ভাই’ বলে স্লোগান দেন। এরপর উভয় প্রার্থী জামায়াতের উপজেলা আমিরকে সাথে নিয়ে সেলফি তোলেন।

উল্লেখ্য, ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা: আব্দুল আহাদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এখন আহাদের পক্ষে একসাথে নির্বাচনী প্রচারণার কাজ করে যাচ্ছেন তিনি।

এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বর্তমানে নির্বাচনী লড়াইয়ে একজনের মনোনয়নপত্র বাতিল ও অন্য দু’জন প্রত্যাহার করায় ভোট যুদ্ধে আছেন সাতজন। এরমধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান (ধানের শীষ), ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির ডা: আব্দুল আহাদ (শাপলা কলি), পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির প্রার্থী কাজী আব্দুল গফুর (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা), স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক রোস্তম আলী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হযরত আলী বেলাল।

এদিকে, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য এস এম জাকারিয়া বাচ্চু।