পটুয়াখালীর কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ট্যাক্স অ্যান্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস’র আয়োজনে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ট্যাক্স অ্যান্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটস’র সভাপতি তরুন কুমার বোস, আয়কর আইনজীবি মনিরুজ্জামান, ব্যাংকার ও আয়কর আইনজীবী মোস্তাফিজুর রহমান ও কামাল উদ্দিন।
সভায় বক্তারা আয়কর প্রদানের ক্ষেত্রে আয়কর দাতাদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের আয়করের আওতায় আসার অনুরোধ জানান।