ঢাকায় বিমান দুর্ঘটনা, ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত

উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা, আত্মার মাগফেরাত ও অগ্নিদগ্ধ সহ আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় এনসিপির পক্ষ থেকে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
ঢাকায় বিমান দুর্ঘটনা, ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত
ঢাকায় বিমান দুর্ঘটনা, ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা স্থগিত |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ওপর সোমবার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা হওয়ার কথা থাকলেও ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে পদযাত্রা হয়নি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একইসময় উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা, আত্মার মাগফেরাত ও অগ্নিদগ্ধ সহ আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন এনসিপির জেলা সংগঠক মোহাম্মদ সুজা উদ্দীন সজীব। এ সময় কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী, কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল কাইয়ুম সোহাগ, মুহাইমিন তাজিম, শাহওয়ালী উল্যাহ মানিক, আবদুল আজিজ, বদরুদ্দোজা নোবেল, ওমর ফারুক, আবদুল্লাহ আল সালমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পদযাত্রা কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা: তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ নেতারা অংশ নেয়ার কথা ছিল।