শিল্পাঞ্চল আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
আজ বৃহস্পতিবার ভোরে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ঘোষবাগ পূর্বপাড়ার জনৈক রিপন সিকদারের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে তাদের ঘর তল্লাশি করে একটি অত্যাধুনিক শটগান, দেশীয় তৈরি ১৩টি ধারালো চাপাতি, চারটি ছোরা এবং চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা নওপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো: সাজ্জাদ হোসেন বিশাল (২৬), লালমনিরহাট সদর উপজেলার তেলিপাড়া মহেন্দ্রনগর এলাকার রউচ উদ্দিনের ছেলে নাজমুল (২৭) এবং ঝিনাইদহের মহেশপুর থানাধীন বুইচিতলা মণ্ডলপাড়া এলাকার আহসান হাবীবের ছেলে শিপন রহমান (২৭)। তারা তিনজনই ঘোষবাগ পূর্বপাড়ার রিপন সিকদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।