পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ নিরপেক্ষ হওয়া দরকার। কিন্তু বিগত সরকার কোন ইনিস্টিটিউটকে নিরপেক্ষ রাখেনি। নির্বাচন সংশ্লিষ্ট সব ইনিস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন যাতে না হয় বা বানচাল হয়ে যায়। সেজন্য একটা সিরিয়াস দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের জন্য নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক জোট হয়ে বারবার ভেঙে যাচ্ছে। যারা দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে তাদের লক্ষ্য হচ্ছে কোন দল থেকে তারা বেশি সুবিধা পাবে। সেজন্য নির্বাচনী জোটের ভাঙা-গড়া চলছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী শহরের সুরাইয়া ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথাবলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কারণে। তার মধ্যে একটি হলো বিগত কয়েকটি নির্বাচনে আমাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিলো না।
দ্বিতীয় কারণ বর্তমান ইউনুস সাহেবের নেতৃত্বে বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিয়ে সরে দাঁড়াতে চান। এদেশের রাজনীতিবীদ যারা তারাও চান। জনগণও তাই চায়।
মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সমন্বয়ক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আনিসুর রহমান উপস্থিত ছিলেন।



