চাটমোহরের রাস্তাটি এখন মরণফাঁদ, দ্রুত সংস্কারের দাবি

এই মানববন্ধনে গুনাইগাছা, বিলচলন, নিমাইচড়া, হান্ডিয়াল ইউনিয়ন ও চাটমোহর পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar
চাটমোহরের রাস্তাটি এখন মরণফাঁদ
চাটমোহরের রাস্তাটি এখন মরণফাঁদ |ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহর উপজেলার জার্দিস মোড় থেকে হান্ডিয়াল চারমাথা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বর্তমানে তা মরণফাঁদে পরিণত হয়েছে। হান্ডিয়াল, নিমাইচড়া, বিলচলন, গুনাইগাছা ইউনিয়ন এবং চাটমোহর পৌর এলাকার অসংখ্য মানুষের জন্য এটি একমাত্র চলাচলের পথ। অথচ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ায় এটি চরমভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

এ রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় অসংখ্য গর্ত ও কাদাপানির জলাবদ্ধতা, আর শুকনো মৌসুমে ধুলিকণায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে বিশেষ করে অসুস্থ রোগী, গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষেরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।

এমন অবস্থায়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে যেন বিষয়টি একেবারেই পড়ছে না। স্থানীয় বাসিন্দারা বারবার প্রতিবাদ মানববন্ধন করলেও আজ পর্যন্ত রাস্তাটি সংস্কারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা স্থানীয়দের চরম দুর্ভোগের কারণ হয়েছে।

এ অবস্থার প্রতিবাদে এবং দ্রুত রাস্তাটি পূনঃনির্মাণের দাবিতে ‘চেতনায় হান্ডিয়াল’ নামক চাটমোহরে বসবাসকারী হান্ডিয়াল ইউনিয়নবাসীর একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আগামী শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জারদিস মোড় থেকে হান্ডিয়াল চারমাথা পর্যন্ত ৯ স্থানে একযোগে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।

এই মানববন্ধনে গুনাইগাছা, বিলচলন, নিমাইচড়া, হান্ডিয়াল ইউনিয়ন ও চাটমোহর পৌর এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

মানববন্ধনের আয়োজকেরা বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। এই রাস্তা আমাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম। এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার শিকার হতে হবে।

তারা আরো জানান, রাস্তাটি পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচরে আনার জন্য স্মারকলিপিও প্রদান করা হবে।