মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে অন্তত অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, বাজারের মূল অংশ কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টির তিনটি গলিতে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে ৭০ থেকে ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ছয়টি ইউনিটের টানা তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।