সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতের অভিনন্দন

বৃহত্তর সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক ‘সিলেট প্রেস ক্লাব’ এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতের অভিনন্দন
সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতের অভিনন্দন |নয়া দিগন্ত

বৃহত্তর সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক ‘সিলেট প্রেস ক্লাব’ এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

এক যৌথ শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীসহ নেতৃবৃন্দ- সিলেট প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি ফয়ছল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মুহিবুর রহমান, সদস্য শেখ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপারকে অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠানের নবনির্বাচিত কমিটি তথা তাদের সহকর্মীদের মাধ্যমে সিলেটের সমস্যা-সম্ভাবনার চিত্র জাতির সামনে ফুটে উঠবে। সাংবাদিক সমাজের ন্যায্য দাবি আদায়ে এই কমিটি আরো অগ্রণী ভুমিকা পালন করবে বলেই আমাদের প্রত্যাশা।