ঢাকার সাভার পৌর এলাকার রাজাশনে জাবাল-ই-নূর মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেলে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান, জাহাঙ্গীরনগর সোসাইটি গার্লস কলেজের অধ্যক্ষ মো: হোসেন রানা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নূর হোসাইন মোমীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাবাল-ই-নূর- ফাউন্ডেশন পরিচালিত জাবাল-ই-নূর আলিম মাদরাসার বালিকা শাখার অধ্যক্ষ মুফতি মো: মুখতার হোসাইন, জাবাল-ই-নূর আলিম বালক শাখার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: হোসাইন উদ্দিনসহ বিভিন্ন শাখার অধ্যক্ষ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



