কুষ্টিয়ায় বিজিবির অভিযানে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে জেলার দৌলতপুর ও মিরপুর থেকে অবৈধ চায়না দুয়ারী জাল, হেরোইন ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

আহাদ আলী নয়ন, দৌলতপুর (কুষ্টিয়া)

Location :

Daulatpur
বিজিবির উদ্ধারকৃত অবৈধ মালামাল
বিজিবির উদ্ধারকৃত অবৈধ মালামাল |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে জেলার দৌলতপুর ও মিরপুর থেকে অবৈধ চায়না দুয়ারী জাল, হেরোইন ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো: মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে রোববার ভোর ৫টার দিকে মিরপুর উপজেলার কাতলামরী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চার হাজার কেজি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।’

এর আগে দৌলতপুর উপজেলার জামালপুর মাঠ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিচ নেশাজাতীয় সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।