যশোরে-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের মোসলেহ উদ্দীন

‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ রোববার আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
যশোর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পর উপজেলা জামায়াতের আমির ও নেতাকর্মীরা
যশোর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার পর উপজেলা জামায়াতের আমির ও নেতাকর্মীরা |নয়া দিগন্ত

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আজ রোববার আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে চৌগাছা উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও ভোটার-সমর্থকরা বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করেন। তাদের চোখে-মুখে আনন্দের ফোয়ারা চোখে পড়ার মতো।

পরে চৌগাছা প্রেসক্লাব মোড়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, জামায়াত নেতা মাওলানা আজাদ হুসাইন, আহসান হাবিব প্রমুখ।