বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত ‘দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (৩০ জুলাই) সকালে গাাজীপুরে বাউবি মূল ক্যাম্পাসের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।
বাউবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় বাউবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘দল পরিচালনায় দক্ষতা এবং পেশাগত পরিবেশে বিরোধ নিষ্পত্তির সক্ষমতা একজন আধুনিক প্রশাসনিক কর্মকর্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শুধু কর্মপরিবেশকে আরও সহনশীল ও ফলপ্রসূ করে না, বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মানও বৃদ্ধি করে।’
তিনি আরো বলেন, ‘এই কর্মশালা সহকর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ স্থাপন এবং দ্বন্দ্ব নিরসনে প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।’
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনূর রশিদের সঞ্চালনায় আরো আলোচনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।