দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

সোয়া ৬টার দিকে বাহ্রা হাইস্কুল থেকে সামান্য দূরে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)
হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার
হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার |সংগৃহীত

ঢাকার দোহারে হারুন অর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫) নামে এক বিএনপি নেতাকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

বুধবার (২ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে দোহার বাহ্রা স্কুলের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক।

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে পদ্মা নদীর বাঁধের তীর ঘেঁষে হাঁটছিলেন তিনি। সকাল সোয়া ৬টার দিকে বাহ্রা হাইস্কুল থেকে সামান্য দূরে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পেটে ও ঘাড়ে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি সাথে জড়িত তার ভাই। নিয়মিত বিচার-সালিশ করতেন।

নিহতের ছোট ভাই আব্দুল মান্নান বলেন, ‘আমার ভাই আগামীতে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করার পর থেকে এলাকায় কোন্দল সৃষ্টি হয়।’

তবে কারা হত্যা করতে পারে তা সুনিদিষ্ট করে বলতে পারেনি নিহতের পরিবারের সদস্যরা।

সাবেক ইউপি সদস্য মো: সামছুদ্দিন জানান, ২৪-এর পট পরিবর্তনের পর বালু ব্যবসার নিয়ন্ত্রণ নেন বিএনপির এই নেতা। এখান থেকেও অনেকে সাথে তার বিরোধ তৈরি হয়। তবে কী কারণে হত্যার শিকার হয়েছেন তা বলা যাচ্ছে না।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান আলী জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত সাপেক্ষে দ্রত আসামিদের গ্রেফতার করা হবে।