সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে ব্যানার, ফেস্টুন, রঙবে-রঙের ক্যাপ ও টি-শার্ট পরে প্রিয় নেতাকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করেন নেতাকর্মীরা।
এ সময় গাবতলীর আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত দলীয় নেতাকর্মীরাদের ভিড় লক্ষ্য করা যায়। সাভার থানা রোড, পাকিজা এলাকা, সিঅ্যান্ডবি ডেইরী গেটসহ আরিচাগামী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত থেকে তারেক রহমানকে অভিবাদন জানান।
এ উপলক্ষে স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়কে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ঢাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আরাফাতুল ইসলাম (ক্রাইম অপস অ্যান্ড ট্রাফিক-ঢাকা উত্তর) জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। গাবতলীর আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা জনগণের জানমাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু গণমাধ্যমকে বলেন, ‘তারেক রহমানের স্মৃতিসৌধে আগমন উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আগমন এবং একইসাথে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে ৩৫ হাজার রঙিন ক্যাপ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে।’
এ সময় সাভার পৌর এলাকার পাকিজা মোড়ে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজম খান, সাভার পৌর মহিলা দল নেত্রী তানিয়া ইয়াসমিন, সভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সামাদ মোল্লাহ, ৮ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি আব্দুর রহিম পালোয়ান, সাভার পৌর যুবদল নেতা মো: সোহেল মিয়া, বিএনপি নেতা বাদল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।



