পেকুয়ায় পথসভায় সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছিল

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। মানুষের এ মৌলিক অধিকার ফিরিয়ে আনতে শিক্ষার্থীসহ জনগণের রক্ত দিতে হয়েছে, তাদের রক্তের বিনিময়ে জনগণের বিজয় এসেছে। যার ফলে আজ আমরা গণসংযোগ করতে পারছি।’

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Pekua
পেকুয়ায় পথসভায় সালাহউদ্দিন আহমদ
পেকুয়ায় পথসভায় সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া) আসনের সংবাদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। মানুষের এ মৌলিক অধিকার ফিরিয়ে আনতে শিক্ষার্থীসহ জনগণের রক্ত দিতে হয়েছে, তাদের রক্তের বিনিময়ে জনগণের বিজয় এসেছে। যার ফলে আজ আমরা গণসংযোগ করতে পারছি।’ দীর্ঘ ১৪ বছর পর তিনি নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে পেকুয়ায় দ্বিতীয় দিনের মতো নির্বাচনী গণসংযোগ শুরু করেন।

পেকুয়ায় নিজ পারিবারিক কবর স্থানে বাবার কবর জেয়ারতের মধ্যে দিয়ে গণসংযোগ শুরু করেন। গতকাল ঢাকা থেকে বিমানে কক্সবাজার আসেন। সেখান থেকে ছুটে আসেন তার নির্বাচনী এলাকা চকরিয়ায়। আসার পথে খুটাখালী, ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় সভায় বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক এমপি হাসিনা আহমদ। গণসংযোগ শেষে রাতে চকরিয়া নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে তার হারবাংস্হ বাসায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে একে অপরের সাথে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এতে উভয় দলের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলীসহ অঙ্গ সংগঠনের নেতারা।