দোয়ারাবাজারে ভারত সীমান্তে বাংলাদেশী ব্যবসায়ীর লাশ উদ্ধার

এদিকে ঘটনায় বাংলাদেশে নজরুল ইসলাম (৩৮) নামে স্থানীয় এক যুবককে সন্দেহজনকভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে নিহতের লোকজন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারতের সীমান্তে আহাদ মিয়া (৪০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাফার্জ সীমান্ত ও ভারতের মেঘালয়ের কালাটেক বস্তি এলাকায় এ লাশ পাওয়া যায়।

নিহত আহাদ মিয়া (৪০) নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের মরহুম আপ্তর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সীমান্তের ওপারে আহাদ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লাফার্জ ক্যাম্পের বিজিবিকে জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিকেলে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এদিকে ঘটনায় বাংলাদেশে নজরুল ইসলাম (৩৮) নামে স্থানীয় এক যুবককে সন্দেহজনকভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে নিহতের লোকজন। পরে দোয়ারাবাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নজরুল ইসলাম একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মরহুম হাজি আতাউর রহমানের ছেলে।

নিহতের বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম (ফারুক) বলেন, ‘আমার ছোট ভাই ব্যবসায়ী আহাদ মিয়াকে ১৪ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেননি।

তিনি জানান, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি জানাই।’

অপরদিকে স্থানীয়রা জানান, আহাদ মিয়া ছিলেন সীমান্তে গরু-মহিষের একজন ব্যবসায়ী। ব্যবসায়িক লেনদেনজনিত কারণে আততায়ীর হাতে তিনি নিহত হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। এদিকে ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ভারতে ময়নাতদন্ত চলছে।