বরগুনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার আড়াই বছর পরে দেয়া হয়েছে আহ্বায়ক কমিটি। এতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব ও ফজলুল হককে ১ম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় বিএনপির প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘দীর্ঘ সময় পরে হলেও কমিটি দেয়ায় আমি আনন্দিত। একইসাথে গর্বিত কারণ যে দলের জন্য দুর্দিনে কাজ করেছি ও ত্যাগ শিকার করেছি সেই দল আমাকে মূল্যায়িত করেছে। আগামী দিনে দলকে সুসংগঠিত করে ত্যাগীদের মূল্যায়ন করে দলকে শক্তিশালী করাই আমার লক্ষ্য।’
এদিকে এ আহ্বায়ক কমিটি ঘোষণার পরেই জেলা বিএনপির দশটি ইউনিটের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। তারা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা, বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ ও সদস্য সচিব আব্দুল হক হাওলাদার, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজনু প্রমুখ।