বড়াইগ্রাম পৌরসভার সাড়ে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৪১২ টাকা আয় ও চার কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৯১২ টাকা ব্যয় ধরা হয়েছে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)
বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভা
বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভা |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৪১২ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ ঘোষণা করা হয়েছে।

রোববার পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এ বাজেট পেশ করেন।

বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯৬ লাখ ৩০ হাজার ৪১২ টাকা আয় ও চার কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৯১২ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৪৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা আয় ও সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। এছাড়া ১৭ লাখ ৩৪ হাজার ৪৯২ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

সভায় উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলামের সঞ্চালনায় সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী ঈমান আলী, উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, সহকারী প্রকৌশলী ফেরদৌস ইসলাম, হিসাবরক্ষক ফিরোজ হোসেন, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজু রহমান বকুল এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।