গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

সুমাইয়ার বাবা ফাইজুল ইসলাম ও মা শাহানা বেগম বলে জানা গেছে। তারা উপজেলার পৌর এলাকার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা।

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা
গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু হয়েছে
গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু হয়েছে |নয়া দিগন্ত গ্রাফিক্স

জামালপুরের সরিষাবাড়ীতে নানা হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে গলায় চানাচুর আটকে ১১ মাস বয়সী শিশু সুমাইয়া খাতুনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার মাইজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সুমাইয়ার বাবা ফাইজুল ইসলাম ও মা শাহানা বেগম বলে জানা গেছে। তারা উপজেলার পৌর এলাকার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার সকালে সুমাইয়া খাতুন তার মা শাহানা বেগমের সাথে পৌর এলাকার মাইজবাড়ী গ্রামের নানা হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় নানার বাড়ির আত্মীয় স্বজনরা শিশু সুমাইয়াকে দোকান থেকে চানাচুর কিনে দেয়। এই চানাচুর খাওয়ার সময় হঠাৎ সুমাইয়ার গলায় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টার পর কোনো কাজ না হওয়ায় অবশেষে রাত ৯টার সময় স্থানীয় সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।