ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাতকানিয়ার একটি কমিউনিটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা ও সাঙ্গু সাংগঠনিক থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর আমরা দীর্ঘ সময়েও বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। ৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই যাত্রায় আমি শ্রমিকদের সারতি হিসেবে পেতে চাই।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আনোয়ারুক আলম চৌধুরী বলেন, ‘আমরা সব সময় শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমরা যদি একটি ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে পারি তাহলে শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না।’
সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি ডাক্তার মো: ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আরিফুর রহমান আবির, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক নেতা মাওলানা আ ন ম শোয়াইব, দিদারুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, নুর মোহাম্মদ আবুল কাসেম ও নুরুল ইসলাম প্রমুখ।