কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসক কক্সবাজারের সম্ভাবনা বিবেচনায় এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব
জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব |নয়া দিগন্ত

কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার প্রেসক্লাব।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, দেশের পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত কক্সবাজার এখন শিক্ষা-দীক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। অথচ কক্সবাজার এখন বাংলাদেশের একটি পর্যটন শহর নয় শুধু, এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক ব্যবসা, সুনীল অর্থনীতি ও আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু।

স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান বলেন, কক্সবাজারে অবশ্যই একটি প্রযুক্তি নির্ভর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন রয়েছে। কক্সবাজার একটি অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় জেলা।

এই গুরুত্ব বিবেচনা করে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধান উপদেষ্টাসহ সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জেলা প্রশাসক প্রতিশ্রুতি দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক, মোয়াজ্জেম হোসেন শাকিল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান প্রমুখ।