কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক আটক

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করে পালানোর সময় বীরেন চাকমা নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Cox's Bazar
ঘাতক বীরেন চাকমা
ঘাতক বীরেন চাকমা |নয়া দিগন্ত

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা করে পালানোর সময় বীরেন চাকমা (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের কলাতলী উত্তরণ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জন চাকমা (৫৫) ও ঘাতক বীরেন চাকমা উভয়েই রাঙ্গামাটির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘চাকমা নারী আমাদের পাশে ভাড়া থাকেন, হঠাৎ তার চিৎকার শুনে আমরা বের হই দেখি সে রক্তাক্ত এবং তার স্বামীর লাশ পড়ে আছে। এসময় একজনকে স্থানীয়রা ধরে পুলিশকে দেয়।’

এলাকাবাসী জানায়, কিছুদিন আগে পরিবার দু’টি রাঙ্গামাটি থেকে কক্সবাজার আসে। নিহত ও ঘাতক ‍উভয়ই স্থানীয় সুপারী বাগানের শ্রমিক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস খাঁন জানান, ‘দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন, তাদের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হাজতে আছে।’

তিনি বলেন, ‘ঘাতক মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।’

ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি।