সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চচাপে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। কাদাপানি মিশ্রিত এ গ্যাস উদগীরণ দেখতে সেখানে ছুটে যাচ্ছে উৎসুক জনতা।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ধর্মপাশার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচে থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। যা এক সময় দ্রুত গতিতে উপরের দিকে উঠতে থাকে। এসময় নলকূপ বসানো শ্রমিকরা ভয়ে দূরে সরে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন মিয়া বলেন, মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে নলকূপ বসানোর সময় কাদাপানি মিশ্রিত গ্যাস বের হতে থাকে। প্রথমে আমরা সেটি বুঝতে না পারলেও পরে বিষয়টি বুঝতে পারি। পরে তাৎক্ষণিক সবাই নিরাপদ স্থানে সরে যায় এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, নলকূপ বসাতে গিয়ে মাটির নিচ থেকে দ্রুত গতিতে কাদাপানি মিশ্রিত গ্যাস বের হওয়ার খবর পেয়েছি। তবে আমরা নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য জানা যাবে।



