সিরাজদীখানে ভ্যানচাপায় শিশু নিহত

দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চাপায় শাহাদাত হোসেন নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চর বয়রাগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শাহাদাত চর বয়রাগাদী গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিল শাহাদাত। এ সময় তেঘরিয়া থেকে বেতকাগামী ডিমবোঝাই একটি ভ্যানগাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনুপ কুমার সাহা বলেন, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।