লোহাগড়ায় ডাকাতের ২ চোখ ফুটো করে দিলো স্থানীয়রা

তার বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ধর্ষণসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে।

Location :

Narail
নড়াইল থানা।
নড়াইল থানা। |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত তুষার শেখকে গণধোলাই দিয়ে চোখ ফুটো করে দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২২ নভেম্বর) সকালের দিকে উপজেলার দিঘলিয়ার নোয়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাত তুষার ওই গ্রামের ওদুদ শেখের ছেলে।

আহত তুষারকে স্বজনরা প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছেন।

তুষারের স্বজনরা অভিযোগ করে বলেন, আমরা থানায় ন্যায় বিচার পাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের আগে চিকিৎসা করানোর কথা বলা হয়েছে। আমরা তুষারের ওপর হামলার সঠিক বিচার চাই।

পুলিশ সূত্র জানায়, তুষারের বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ধর্ষণসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত অভিজিৎ কুমার রায় বলেন, ‘তুষারকে কে বা কারা মারধর করেছে শুনেছি। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। আমরা আগে তাকে উন্নত চিকিৎসা দেয়ার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।’