মুকসুদপুরে অপহরণের এক দিন পর পতিতালয় থেকে শিশু উদ্ধার

অপহরণকারীকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত এক পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে উদ্ধার করা হয়।

নাহিদ পারভেজ জনি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

Location :

Gopalganj
অপহৃত শিশু রূপা
অপহৃত শিশু রূপা |নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের এক দিন পর একটি পতিতালয় থেকে শিশু রূপাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঘটনায় মুকসুদপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাটিকামারী ইউনিয়নের আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায় গাড়ির হেলপার। কাজের সুবাদে তার পরিচয় হয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সাথে। বন্ধুত্বের সম্পর্কের কারণে দুলাল একাধিকবার মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে আসে। সর্বশেষ ৫ নভেম্বর বিকেলে বেড়াতে এসে দুলাল হাওলাদার সুযোগ বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী সন্তান রূপাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পরপরই মিটুল শিকদার মুকসুদপুর থানায় অভিযোগ জানালে ওসি মো: মোস্তফা কামালের নেতৃত্বে এসআই অনক ঘোষ ও আ: হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল হাওলাদারকে আটক করা হয়।

পরবর্তী সময়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে অজ্ঞাত এক পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে উদ্ধার করা হয়। পরে আটক দুলাল হাওলাদার ও উদ্ধার রূপাকে মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।’