ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন
ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন |ছবি : নয়া দিগন্ত

মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন না হওয়ায় চরম হতাশা বিরাজ করছে।

তারা দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মেডিক্যাল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) বগুড়া জেলা শাখার সভাপতি মো: এরশাদ হোসন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, হায়দার আলী, ছাত্রসংগ্রাম পরিষদের নেতা মেহেদী হাসান ফাহাদ, বৈষম্য বিরোধী পরিষদ জেলা সভাপতি শাহজাহান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।