ফেনী ইউনিভার্সিটিতে জুলাই শহীদ স্মরণে মিলাদ-দোয়া

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং ‘সি’-এর রুম নং-৬০১ এ অনুষ্ঠিত ওই আয়োজনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
ফেনী ইউনিভার্সিটিতে জুলাই শহীদ স্মরণে মিলাদ-দোয়া
ফেনী ইউনিভার্সিটিতে জুলাই শহীদ স্মরণে মিলাদ-দোয়া |নয়া দিগন্ত

ফেনী ইউনিভার্সিটিতে জুলাই শহীদ স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারী বিশ্ববিদ্যালয় সমিতি কর্তৃক ঘোষিত ‘বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক বিল্ডিং ‘সি’-এর রুম নং-৬০১ এ অনুষ্ঠিত ওই আয়োজনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে ২০২৪ সালের জুলাই মাসে স্বৈরশাসনের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফেনী তাকিয়া মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম কিবরিয়া।