চট্টগ্রামে দোকান থেকে যুবকের লাশ উদ্ধার

মিঠুনের বাড়ি রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের হিন্দু পাড়ায় বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
যুবকের লাশ উদ্ধার
যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোকান থেকে মিঠুন দাশ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে ইসলামপুরের গোদারপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মিঠুনের বাড়ি রাজানগর ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের হিন্দু পাড়ায় বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের রানীরহাট-কাউখালী সড়কের গোদারপাড় এলাকায় মিঠুন দাশের তালাবদ্ধ নিজ দোকানে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

রাঙ্গুনিয়া মডেল থানার এসআই সুমন কবির মৃধা বলেন, ঝুলন্ত অবস্থায় এক সেলুন দোকানদারের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।